মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুর জেলার
ঝিনাইগাতীতে আন্তর্জাতিক নারী নি*র্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী নি*র্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৪ উপলক্ষে “জয়িতা অম্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের এ সংবর্ধনা দেওয়া হয়।
৯ ডিসেম্বর বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুল আলম রাসেল সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল আলম এর সঞ্চালনায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আবুল হাশেম,কাংশা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান,কারিতাস কর্মকর্তা, ঝিনাইগাতী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ রুস্তম আলী। এছাড়াও জয়িতাদের মধ্যে জীবন কাহিনী তুলে ধরে বক্তব্য রাখেন, মোছাঃ আনুয়ারা বেগম , লতা নকরেক নিপা কোচ। এসময় মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন নারী নেত্রী, উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ঝিনাইগাতী উপজেলা পর্যায়ে ২০২৪ সনে যে ৫ নারীকে জয়িতা সংবর্ধনা দেওয়া হয় তার হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী মোছাঃ আনুয়ারা বেগম , শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী লতা নকরেক , সফল জননী হিসেবে নিয়তী রানী রায় , সমাজ উন্নয়নে অবদানকারী নিপা কোচ, নি*র্যাতিত হিসেবে পারভীন বেগম।
৫ টি ক্যাটাগরিতে ৫ জনকে নির্বাচিত করা হয়। সভায় নির্বাচিত জয়িতাদেরকে ক্রেস্ট ও সনদ পত্র প্রদান করা হয়। অনুষ্ঠানের সভাপতি ইউএনও আশরাফুল আলম রাসেল আন্তর্জাতিক নারী নি*র্যাতন প্রতিরোধ পক্ষ ও ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবসের তাৎপর্য তুলে ধরে উপস্থিত সকলের মাঝে বক্তব্য দেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।