আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ শোক র্যালী,আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে নাসিরনগরে জেল হ'ত্যা দিবস পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষকলীগের উদ্যোগে উপজেলা সদরে এক শোক র্যালি বের হয়ে উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ এবং জাতীয় চার নেতার স্মরণে স্থানীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে মো: নাজির মিয়ার বাস ভবনে জাতীয় চার নেতার স্মরণে এক আলোচনা সভা উপজেলা কৃষকলীগ আহবায়ক মো: অলি মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষকলীগের সদস্য সচিব এস এম নুরে আলমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকলীগের অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ নাজির মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রুমা আক্তার,উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো: কিরণ মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ আবদুল আহাদ, উপজেলা কৃষক লীগের সাবেক আহবায়ক মোঃ আলী আশরাফ,উপজেলা আওয়ামীলীগের সাবেক আইন বিষক সম্পাদক অ্যাডভোকেট আব্বাস উদ্দিন।
কেন্দ্রীয় কৃষকলীগের অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ নাজির মিয়া বলেন, 'বঙ্গবন্ধুকে হত্যার পর চার নেতাকে হ'ত্যা করে দেশে এক কলঙ্কিত অধ্যায়ের সূচনা করা হয়। জাতি এমন ক'লঙ্কিত অধ্যায় দেখতে চায় না। তাই এই ব'র্বরোচিত ও নৃশংস হ'ত্যাকাণ্ডের সাথে জড়িতদের শাস্তির দাবি জানান। এসময় দলীয় নেতৃবৃন্দসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে জাতীয় চার নেতার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা নাসিরউদ্দিন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।