আকতার হোসেন ভূইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ড নাসিরনগর উপজেলায় অটোরিকশা প্রতিকে সাধারণ সদস্য পদে সামছুল কিবরিয়া হাকিম রাজা ৪৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ হুমায়ুন কবির বৈদ্যুতিক পাখা প্রতিকে পেয়েছেন ৩৮ ভোট। এদিকে নাসিরনগর উপজেলার বুড়িশ্বরের কৃতীসন্তান ১নং ওয়ার্ডের(নাসিরনগর,সরাইল ও আশুগঞ্জ)সংরক্ষিত মহিলা সদস্য পদে এমবি কানিজ(কানিজ ফাতেমা) টেবিলঘড়ি প্রতিকে পেয়ে ২০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনার কলি ফুটবল প্রতিকে পেয়েছেন ৯০ ভোট। সোমবার সকাল ৯ টা থেকে বেলা ২টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে নাসিরনগর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।নাসিরনগর উপজেলায় ভোটার সংখ্যা ১৭২টি।নাসিরনগর উপজেলায় সাধারণ সদস্য পদে ৬ জন ও ১নং ওয়ার্ডের (নাসিরনগর,সরাইল ও আশুগঞ্জ)সংরক্ষিত নারী সদস্য পদে ৪ জন প্রতিদ্বন্দ্বীতা করেন। প্রিজাইডিং অফিসার ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শুভ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
১নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে বিজয়ী প্রার্থী সামছুল কিবরিয়া হাকিম রাজা বলেন,আমি প্রথমেই মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। এরপর স্থানীয় সাংসদ বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম ভাইয়ের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কারণ এই বিজয় আমার নয় এই বিজয় সংগ্রাম ভাইয়ের ও আমাকে যারা ভোট দিয়ে বিজয়ী করেছেন তাদের। এছাড়া কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে শান্তিপূর্ণভাবে এমন উৎসবমূখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করছি জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। আমি যে প্রতিশ্রুতি ভোটারদের দিয়েছি আগামী দিনে এই ওয়ার্ডের সকলকে সঙ্গে নিয়ে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করার জন্য সবার সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।