আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর জেলার শ্রেষ্ঠ জয়িতা হিসেবে নির্বাচিত হলেন ডোমারের শিক্ষিকা নাজিরা আখতার ফেরদৌসী চৌধুরী।
তিনি ডোমার মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু’র সহধর্মিনী এবং বর্তমানে তিনি ডোমার ছোট রাউতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করছেন।
জানা যায়, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনার উদ্যোগ গ্রহণ করা হয়। এতে গত ৯ডিসেম্বর নীলফামারী জেলার শিল্পকলা একাডেমি মিলনায়তনে শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে শিক্ষিকা নাজিরা আখতার ফেরদৌসী চৌধুরীকে সন্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন অতিথিগণ। অনুষ্ঠানে জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের মাননীয় সংসদ সদস্য রাবেয়া আলীম। বিশেষ অতিথি হিসেবে জেলা আ’লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহম্মেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার আতিকুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার শাহাজাদী প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। শিক্ষিকা নাজিরা আখতার ডোমারে স্পন্দন আবৃতি, নৃত্য, সংগীত শিক্ষা কেন্দ্র ও নীলদীঘি খেলাঘরের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও স্কাউটের এএলটি, উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সদস্য, নারী ও শিশু অধিকার, বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সদস্যসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত থেকে তিনি সমাজ গঠনে ব্যাপক ভূমিকা রাখছেন ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।