মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর: রংপুর নগরীর জুম্মাপাড়া এলাকার ঐতিহ্যবাহী পলিটেকনিক্যাল কলেজের বাহিরের মাঠে ৪র্থ তম আন্তঃরংপুর প্রাইজমানি ক্রিকেট টুর্ণামেন্টে ৪ডিসেম্বর জুম্মাপাড়া ওয়ারিওয়ার্সের খেলা অনুষ্ঠিত হবে। ওইদিন জুম্মাপাড়া ওয়ারিওয়ার্স দলের বিপক্ষে মাঠে অবস্থান করবে শক্তিশালী এক্সক্লুসিভ ইলাভেন। গতকাল ২জানুয়ারি বৃহস্পতিবার রাত ১১টায় বাৎসরিক পুনর্মিলণী অনুষ্ঠানে জুম্মাপাড়া ওয়ারিওয়ার্স স্পোর্টিং ক্লাবের সকল খেলোয়াড় ও স্থানীয় বন্ধুরা সম্মিলিত হয়ে তাদের দলীয় জার্সি উম্মোচন করছেন। এসময় অনুষ্ঠানে উস্থিত ছিলেন অতুল, রিজন, পলাশ, বাবু, মিঠু, লিমন, জনি, লিটন, সজিব, লাইজু, তাঞ্জিল, রাতুল, সাওন, নিবিড়, শরিফ,সাইফুল্লাহসহ এক ঝাঁক ক্রিড়া প্রেমি ব্যক্তিবর্গ। স্থানীয় লোকজন জানায়, জুম্মাপাড়া ওয়ারিওয়ার্স এর আয়োজনে বিভিন্ন এলাকায় বিভিন্ন সময়ে ক্রিকেট প্রেমিদের উত্তেজনাকর প্রস্তুতি চোখে পড়ার মতো। খেলা-ধুলাসহ নানা উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত থাকার মধ্য দিয়ে সমাজে বহুমুখী অবদান রাখছে এই জুম্মাপাড়া ওয়ারিওয়ার্সের বন্ধুরা। উল্লেখ্য, আন্তঃরংপুর প্রাইজমানি ক্রিকেট টুর্ণামেন্টে ২০১৯-২০২০ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছিল গত ২৭ ডিসেম্বর এবং খেলা চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। এ সংবাদের মধ্য দিয়ে রংপুরের সর্বস্তরের জনগণকে খেলা দেখার আমন্ত্রণ জানিয়েছে জুম্মাপাড়া ওয়ারিওয়ার্স।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।