স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
করোনা দুর্যোগের সময় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবর্ণা রানী সাহা। গত দেড় বছর আগে তিনি কালীগঞ্জ উপজেলায় যোগদান করার সামাজিক এবং রাষ্ট্রীয় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে বেশ আলোচনায় এসেছেন। গত মার্চ মাসের মাঝামাঝি থেকে বাংলাদেশে যখন করোনো ভাইরাস নিয়ে তোড়জোড়,সরকার যখন সকল মানুষকে ঘরে থাকতে নির্দেশ দিয়েছেন তখন থেকে ইউএনও সুবর্ণা রানী সাহা নিজে কখনো প্রশাসনের লোকজন সাথে নিয়ে আবার কখনো একা ড্রাইভারকে নিয়ে মানুষকে সচেতন করার কাজ করছেন। কখনো আবার দ্রব্যমূল্যে দাম যেন ব্যবসায়ীরা বাড়াতে না পারে সে জন্য ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করে জেল জরিমানা করছেন ব্যবসায়ীদের। এ উপজেলার একটি মানুষ যেন করোনায় আক্রান্ত না হয় সে জন্য তিনি রাত দিন প্রচার- প্রচারণায় রয়েছেন। ঘরে ঘরে গিয়ে মানুষকে বোঝাচ্ছেন। তারা যেন বাইরে বের না হয়। এ ছাড়া ও সকাল থেকে রাত পর্যন্ত সামাজিক দূরত্ব মানতে এবং অসহায় খেটে খাওয়া মানুষদের খাবার পৌঁছে দিচ্ছেন তিনি। তার এই কাজকে শ্রদ্ধা জানিয়েছেন কালীগঞ্জের মানুষ। যেখানে করোনো পরিস্থিতি নিয়ে অন্যান্য প্রশাসনের লোকজন হিমশিম খাচ্ছেন তখন তিনি এ পরিস্থিতি মোকবেলায় অক্লান্ত পরিশ্রম করে চলেছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।