রংপুর ব্যুরোঃ জাহাজকোম্পানি- সাতমাথা সড়ক পুনঃনির্মাণসহ ৬ দফা দাবিতে গতকাল বিকেল ৩ টায় রংপুর মহানগর নাগরিক কমিটির উদ্যোগে সিটি কর্পোরেশনের প্রশাসক বিভাগীয় কমিশনার শহীদুল ইসলামের নিকট স্মারকলিপি পেশ করা হয়।
রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব এডভোকেট পলাশ কান্তি নাগ এর নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য সাব্বির আহম্মেদ, আব্দুল হামিদ বাবু,অ্যাডভোকেট রিয়াজুল আবেদীন লিটন, নাসির উদ্দীন সুমন,মাহফুজ আহম্মেদ, সবুজ রায় প্রমুখ।
স্মারকলিপিতে রংপুর নগরীর ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ জাহাজকোম্পানী-সাতমাথা সড়ক পুনঃনির্মাণসহ খাল-খন্দে পরিপূর্ণ অন্যান্য সড়ক সংস্কার, নগরীর পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার,সকল পাড়া-মহল্লার সড়কে পর্যাপ্ত সড়কবাতি স্থাপন,যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ, গুরুত্বপূর্ণ সকল সড়কে সিসি ক্যামেরা স্থাপন,সাতমাথায় ওভারব্রীজ নির্মাণের জন্য সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।