আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরের জামিয়া কাসেমিয়া মাদ্রাসার ৪র্থ বার্ষিক ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ আছর থেকে মাদ্রাসা মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা মূফতি আব্দুর রহীম কাসেমীর সভাপতিত্বে মাদ্রাসা পরিচালক ও উপজেলা ইমাম পরিষদের সভাপতি মুফতি মুখলেছুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে ইসলামী মহা সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আল্লামা মুফতি অলিউর রহমান হামিদী শায়খুল হাদিস বরুণা মৌলভীবাজার। বিশেষ অতিথি হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া‘র মুহাদ্দিস আল্লামা মুফতি মাজহারুল হক কাসেমী দৌলতপুর নুরে মদিনার মাদ্রাসার মুহতামিম মাওলানা তাজুল ইসলাম,ঢাকা আশুলিয়া বাইতুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা ইসহাক আল-হুসাইন,আশুগঞ্জ সোনারামপুর মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুফতি আবদুল বারি ফান্দাউকী, চাপরতলা মাদ্রাসার মুহতামিম মাওলানা হাসিবুল হাসান নুরী, গোকর্ণ নাজিমে তা‘লীমাত মাদ্রাসার শিক্ষক মাওলানা রায়হান আহমেদ শরীফী,সাওতুল হেরা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি ফয়জুল্লাহ খুরশিদী,উপজেলা ইমাম পরিষদের সেক্রেটারী মাওলানা যুবায়ের আহমেদ, চাপরতলা মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা নুরুল হকসহ আরো অনেক ওলামায়ে কেরামগণ মাহফিলে বয়ান করেন । ইসলামী মহা সম্মেলনে জামিয়া কাসেমিয়া মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের পুরুস্কৃত করা হয়। বার্ষিক ইসলামী মহা সম্মেলন শেষে আখেরী মোনাজাতে বিশ্বের মুসলিমদের জন্য শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।