প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ৩:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৭, ২০২১, ৯:১৬ অপরাহ্ণ
জামালপুর ১দিনে করোনায় আরও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮০

আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম:
জামালপুর জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী জামালপুরে ১দিনে করোনায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ৩১১টি নমুনা পরীক্ষা করে আরও নতুন করে ৮০ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে।গত ২৪ ঘন্টায় জেলা ৪ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃতদের মধ্যে তাদের নাম পরিচয় জানা গেছে।
এর আগে স্বাস্থ্য বিভাগের করোনা আপডেটে সরিষাবাড়ী উপজেলায় ৩ জুলাই এক বৃদ্ধের মৃত্যু সকালের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল। দুপুরে আরও ৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫৯ জনে।পরিসংখ্যান অনুযায়ী গত একদিনে শনাক্তের হার ২৫ দশমিক ৭২ শতাংশ। যা জেলার অতীতের সকল রেকর্ডকে অতিক্রম করেছে।
জেলা সিভিল সার্জনের গণমাধ্যমকে দেওয়া সর্বশেষ তথ্য মতে করোনায় মৃত ওই চারজন হলেন- জামালপুর সদরের মুক্তিযোদ্ধা আব্দুর রউফ (৯৫), পৌরসভার আব্দুল মোতালেব (৫৫) ও সরিষাবাড়ির মোজাম্মেল হক (৯০)। মেলান্দহের হাজী মজিবর রহমান (৮০)। জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের চরপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুর রউফ ৫ জুলাই করোনায় আক্রান্ত হন। এরপর বাড়িতে গতকাল রাত ২.৫০ মিনিটে তিনি মারা যান। জামালপুর সদরের তালতলা গ্রামের আব্দুল মোতালেব গতকাল ৬ জুলাই করোনায় আক্রান্ত হন। তিনি জামালপুর জেনারেল হাসপাতালের কোভিড ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত ১.৫০ মিনিটে মারা যান।
সরিষাবাড়ী উপজেলার বগাড়পাড় মধ্যপাড়া বৃদ্ধ মোজাম্মেল হক ৩ জুলাই করোনায় আক্রান্ত হয়ে নিজ বাড়িতেই চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক আজ সকাল ৮টায় মারা যান। এছাড়া মেলান্দহ উপজেলার মাহমুদপুর গ্রামের হাজী মজিবর রহমান করোনায় ২৮ জুন আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন থাকা অবস্থায় ৬ জুলাই দিবাগত গভীর রাতে ৭ জুলাই রাতের প্রথম প্রহরে মৃত্যুবরণ করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube