এএসএম সা'-আদাত উল করীম: জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের নান্দিনা বকুলতলা এলাকায় ২৭ ডিসেম্বর রাতে অভিযান চালিয়ে দুই লিটার দেশীয় চোলাই মদসহ মো. মনির (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জামালপুর র্যাব-১৪। তিনি জামালপুর সদর উপজেলার শেওড়াতলি গ্রামের মৃত খালের ছেলে। র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২৭ ডিসেম্বর সোয়া আটটার দিকে র্যাব জামালপুর ক্যাম্পের কোম্পানি স্কোয়াড অধিনায়ক সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের নান্দিনা বাজার বকুলতলা সড়কে অভিযান চালায়। এসময় ওই সড়কে মেসার্স নিহা পোলট্রি ফিড এন্ড মেডিসিনের সামনে থেকে দুই লিটার চোলাই মদসহ মো. মনিরকে গ্রেপ্তার করা হয়। মো. মনিরের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।