আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম: জামালপুর প্রেসক্লাবের নবনির্মিত দ্বিতল ভবন উদ্বোধন করা হয়েছে। ১১ জুলাই২০২০ শনিবার বিকাল ৪ টায় বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপি ফিতা কেটে প্রেসক্লাব ভবনের শুভ উদ্বোধন করেন। নতুন এই ভবন জামালপুর শহরের হরিজন পল্লীর মোড় (মেথর পট্টি) সংলগ্ন এলাকায় জামালপুর প্রেসক্লাবের জন্য স্থায়ীভাবে বরাদ্দকৃত স্থানে ভবনটি নির্মাণ করা হয়েছে। জামালপুর জেলা পরিষদের সরকারি অনুদানের পাশাপাশি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক আহমেদ চৌধুরী,পৌর মেয়র আলহাজ্ব মির্জা সাজাওয়াতুল মনিসহ সরকার দলীয় প্রভাবশালী অনেক নেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, প্রশাসনের সার্বিক সহায়তায় ভবনটির প্রাথমিক নির্মাণ কাজ সমাপ্ত ও আসবাবপত্রে সুসজ্জিত হয়েছে। নতুন করে জামালপুর প্রেসক্লাব নির্মাণের জন্য সার্বিকভাবে সহযোগিতা করেন সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপি ও বর্তমান তথ্যপ্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মো. মুরাদ হাসান এমপি। জামালপুর প্রেসক্লাব এর পুরাতন ভবনটি দয়াময়ী মোড় এলাকায় কালচারাল ভিলেজ প্রকল্প স্থাপনের জন্য বরাদ্দ হওয়ায় প্রেসক্লাবের জন্য নতুন স্থান নির্ধারণ করা হয়। হরিজন পল্লী এলাকায় জামালপুর প্রেসক্লাবের নতুন ভবন নির্মিত হওয়ায় এই এলাকার প্রধান সড়কটিকে প্রেসক্লাব রোড নামে নামকরণ করা হয়েছে। উল্লেখ্য, জামালপুর প্রেসক্লাব ছাড়াও জামালপুর জেলা প্রেসক্লাব নামে শহরের তমালতলায় পৌর সুপার মার্কেটে জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন নিউজ পোর্টাল গণমাধ্যম সাংবাদিকদের আরও একটি সুপ্রতিষ্ঠিত প্রেসক্লাব রয়েছে। জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লুৎফর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসান এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, জামালপুর জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী,জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি,জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি রেজাউল করিম রেজনু প্রমুখ। উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন,ডেপুটি সিভিল সার্জন ডা. শফিকুজ্জামান,এসিল্যান্ড মাহমুদা বেগম,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, সদস্য ও সাবেক কাউন্সিলর শাহীনুর রহমান শাহীন,, প্যানেল মেয়র ফজলুল হক,জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু,সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদ,সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবনসহ সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।