জামালপুর প্রতিনিধি :
২৭ অক্টোবর রবিবার জামালপুরে প্রথমবারের মত জেলা যুবমহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ত্রি-বার্ষিক সম্মেলনে ফারহানা সোমাকে সভাপতি ও নাজনীন আক্তার রুমিকে সাধারণ সম্পাদক করে জামালপুর জেলা যুবমহিলা লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়।
রবিবার সকালে বকুলতলা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় প্রাঙ্গণে জেলা যুবমহিলা লীগ এ সম্মেলনের আয়োজন করে। জেলা যুবমহিলা লীগের আহবায়ক ফারজানা ইয়াসমিন লিটার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য আলহাজ্ব মির্জা আজম এমপি। সম্মেলনের উদ্বোধনী বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল।
জেলা যুবমহিলা লীগের যুগ্মআহবায়ক ফারহানা সোমার সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবমহিলা লীগের সাংগঠনিক সম্পাদক জেসমিন শামিমা নিঝুম।জেলা যুবমহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন সংসদ সদস্য মির্জা আজম। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আলহাজ্ব মো. মোজাফফর হোসেন, সাবেক ভূমি মন্ত্রী ও সংসদ সদস্য মো. রেজাউল করিম হীরা, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আলহাজ্ব মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক আহম্মেদ চৌধুরী, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য ও জামালপুর জেলা মহিলা বিষয়ক সম্পাদিকা সাবিনা ইয়াসমিন, কেন্দ্রীয় যুবমহিলা লীগের সহ-সভাপতি নার্গিস মাহতাব, কোহেলী কুদ্দুস মুক্তি প্রমুখ।
সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিএসএম মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন, সদস্য রেজাউল করিম রেজনু সিআইপি, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসিনা আকাশসহ ৭টি উপজেলার যুবমহিলা লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন।
সম্মেলনের প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে ফারহানা সোমাকে সভাপতি, নাজনীন আক্তার রুমিকে সাধারণ সম্পাদক, লাভলী আক্তার নদীকে সহ-সভাপতি এবং সানজিদা আক্তার আঁখিকে যুগ্মসাধারণ সম্পাদক করে জামালপুর জেলা যুবমহিলা লীগের ৮১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।