আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম:
অ্যাড. শাহ মো. ওয়ারেছ আলী মামুন একটানা ৪ বার জামালপুর জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হলেন। জেলা ফুটবল এসোসিয়েশনের ২০১৯ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. মো. ফজলুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আর কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সভাপতিসহ মোট ১৬ (জন) সদস্যেকে ১৩ ডিসেম্বর নির্বাচিত ঘোষণা করেন। তবে আনুষ্ঠানিকভাবে মঙ্গল বার ১৭ ডিসেম্বর রাতে নির্বাচিত কমিটি এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমে প্রকাশের জন্য প্রেরণ করেন। বিজ্ঞতিতে জানানো হয় ডিএফএ গনতন্ত্রের আর্টিকেল ১০(কংগ্রেস),১১ ও ১৪ মোতাবেক তফসিল বর্ণিত পদ অনুযায়ী প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ১৬ সদস্যকে (গণতন্ত্র অনুযায়ী আগামী ৪ বছরের মেয়াদের জন্য ) নির্বাচিত ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতি অ্যাড.শাহ মো. ওয়ারেছ আলী মামুনসহ অন্যান্যরা হলেন, সহ-সভাপতি একেএম জুলহাস উদ্দিন, সহ-সভাপতি মো. মাহাবুবুর রহমান মানিক, কোষাধ্যক্ষ শিবলী নোমান ইদ্রিস।কমিটির১২ জন সদস্য পদে নির্বাচিতরা হলেন,১.আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান,২.মো.তজিবর রহমান, ৩. মোহাম্মদ সোহেল রানা, ৪.মো.নজরুল ইসলাম মুক্তা, ৫. মো. কায়েম, ৬.মো.শফিকুল ইসলাম ইমন, ৭.মো.আরাফাত হোসেন শিশির,৮.মো.কামরুল হুদা পালোয়ান ষ্টালিন, ৯. মো. সোলায়মান শেখ, ১০.মো.আক্তারুজ্জামান আউয়াল, ১১.মো.সাইদুর রহমান পল এবং ১২.মো গোলাম মোস্তফা। সভাপতি অ্যাড. শাহ মো. ওয়ারেছ আলী মামুন জামালপুর জেলা ফুটবল দল, রাজশাহী বিশ্ববিদ্যালয় ফুটবল দলসহ ঢাকা তৃতীয় বিভাগ আমীন বাজার স্পোর্টিং ক্লাবের সাবেক খেলোয়াড় ছিলেন। এছাড়াও তিনি জামালপুর পৌরসভার টানা দুইবার পৌর মেয়র, জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ. সাংগঠনিক সম্পাদক।
অ্যাড. শাহ. মো. ওয়ারেছ আলী মামুন তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আগামী দিন গুলিতে জেলার ফুটবল দলকে অধিক গতিশীল ও প্রাণবন্ত করে আরো উচ্চতর মর্যাদার স্থানে নেওয়ার জন্য সকল প্রকার প্রচেষ্টাসহ সংশ্লিষ্ট সকলকে নিয়ে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।