আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম:-
পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম
শনিবার (২৯ জুলাই) জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ের দায়িত্বভার গ্রহণ করেছেন। পুলিশ সুপার কার্যালয়ে প্রথমে তিনি ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন।
নবাগত পুলিশ সুপার, জামালপুর দায়িত্বভার গ্রহণের পূর্বে জামালপুর অফিসার্স মেস প্রাঙ্গনে জেলা পুলিশের একটি চৌকস পুলিশ দল নবাগত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম কে গার্ড অব অনার প্রদান করেন।
পরবর্তীতে নবাগত পুলিশ সুপার পুলিশ সুপারের কার্যালয়ে প্রবেশ করে পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
জেলা পুলিশের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলার সকল থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন ইউনিট ইনচার্জবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরবর্তীতে নবাগত পুলিশ সুপার উপস্থিত জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সাথে কুশল বিনিময় করেন।
উল্লেখ্য, নবাগত পুলিশ সুপার ২৫ তম বিসিএস পুলিশ ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসাবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি দিনাজপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের কৃতি সন্তান।
তিনি বর্ণাঢ্য চাকুরী জীবনে পুলিশের বিভিন্ন ইউনিটে সুনাম ও দক্ষতার সহিত পেশাগত দায়িত্ব পালন করে কাজের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) পদকে ভূষিত হয়েছেন। জামালপুর জেলায় যোগদানের পূর্বে তিনি শেরপুর জেলার পুলিশ সুপার হিসাবে কর্মরত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।