আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম:
জামালপুর শহর ও মাদারগঞ্জ উপজেলায় প্রবাসী দুই ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে না থাকায় ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
২১ মার্চ, শনিবার দুপুরে জেলার মাদারগঞ্জ উপজেলায় এবং বিকেলে জামালপুর শহরের সর্দারপাড়ায় এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো: আবু আব্দুল্লাহ খান সংবাদ মাধ্যমকে জানান জানান, জামালপুর শহরের সর্দারপাড়া এলাকার ইংল্যান্ড থেকে শশুর বাড়িতে বেড়াতে আসা এক যুবক গত ০৯ মার্চ দেশে এসে হোম কোয়ারেন্টাইনের নির্দেশনা না মানার অভিযোগ পায় জেলা প্রশাসন। পরে শনিবার বিকেলে
ভ্রাম্যমাণ আদালত ওই যুবকের শশুর বাড়ীতে গেলে তাকে বাসার সামনেই পাওয়া যায়। হোম কোয়ারেন্টাইনে না থাকার অভিযোগে সংক্রমক ব্যাধি আইনে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো: আবু আব্দুল্লাহ খান। যুবকটি বাংলাদেশ বংশোদ্ভুত ইতালিয়ান নাগরিক। তিনি পাঁচ বছর যাবত ইংল্যান্ডে বসবাস করছেন।
অপরদিকে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, শনিবার দুপুরে জেলার মাদারগঞ্জ উপজেলায় সিধুলী ইউনিয়নে দুবাই থেকে আসা এক ব্যাক্তি হোম কোয়ারেন্টাইনে না থাকার অভিযোগের সংক্রমক ব্যাধি আইনে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।