জামালপুর প্রতিনিধি :জামালপুুর পৌর এলাকার ছনকান্দা থেকে ২০ নভেম্বর রাতে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুর রহিম (২৯) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আব্দুর রহিমের বাড়ি কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর বোয়ালমারী মধ্যপাড়া এলাকায়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম আজাদ সংবাদ মাধ্যমকে জানান, এসআই ফজলে মাসুদের নেতৃত্বে এএসআই কামরুল হাসান ও এএসআই শুভাগতসহ ডিবির একটি দল ২০ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ছনকান্দা শেরপুর-জামালপুর ব্রীজ সংলগ্ন একটি খাবার হোটেলের সামনে আব্দুর রহিমের দেহ তল্লাশী করে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা। মাদক বিক্রেতা আব্দুর রহিম কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর বোয়ালমারী মধ্যপাড়া এলাকার জেহের আলীর ছেলে।
গ্রেপ্তার মাদক বিক্রেতার বিরুদ্ধে ২১ নভেম্বর জামালপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর জেলহাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।