ক্রাইম পেট্রোল ডেস্ক:
জামালপুর শহরের প্রধান সড়ক সংস্কারের নামে ব্যাপক অনিয়মের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের দয়াময়ী চত্বরে সড়ক অবরোধ করে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, জামালপুর নাগরিক কমিটি ও সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর শাখা। মানববন্ধনে মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটির সভাপতি অজয় কুমার পাল, সদস্য একেএম আশরাফুজ্জামান স্বাধীন, জামালপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, কবি সাজ্জাদ আনাসারী প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, শহরের প্রধান সড়কটি সংস্কারের নামে জামালপুর সড়ক বিভাগ ও ঠিকাদারের ব্যাপক অনিয়ম দুর্নীতির কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সরকারি জাহেদা শফির মহিলা কলেজ থেকে বকুলতলা পর্যন্ত শহরের প্রধান সড়কের বেহালদশায় জনদুর্ভোগ লাঘরের জন্য কার্যকর পদক্ষেপ এবং দুর্নীতিবাজ কর্মকর্তা ও ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য জোর দাবি জানান তারা।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।