আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম:
জামালপুরে সহকর্মীর ছু'রির আ'ঘাতে হাবিল মিয়া নামে এক রংমিস্ত্রি নি'হত হয়েছে। এ ঘটনায় নিহতের সহকর্মী চাঁন মিয়াকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৯ মে) রাতে শহরের মুকন্দবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হাবিল মিয়ার বাড়ি জামালপুর শহরের উত্তর কাচারীপাড়া এলাকায়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, ‘মঙ্গলবার রাত ৮টার দিকে শহরের মুকন্দবাড়িতে ভাড়া বাসায় মা'দক সেবন করছিলেন রংমিস্ত্রি হাবিল ও চাঁন মিয়া। মাদক সেবনের একপর্যায়ে তাদের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এরপর ক্ষিপ্ত হয়ে বাড়িতে থাকা ধা'রালো ছু'রি দিয়ে হাবিলকে আ'ঘাত করেন চাঁন মিয়া। পরে হাবিলের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসেন এবং পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাবিলকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ'ত ঘোষণা করেন।’
পুলিশ কর্মকর্তা শাহনেওয়াজ আরও বলেন, ‘পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে চাঁন মিয়াকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা করা হয়েছে।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।