আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম : জামালপুরে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর মাসব্যাপি শিল্প মেলা শুরু হয়েছে। ২০ ফেব্রুয়ারি শনিবার জামালপুর পুলিশ অফিসার্স প্রাঙ্গণে “মুজিববর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার” এই প্রতিপাদ্যে জামালপুর পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর এক মাসব্যাপি এই শিল্প মেলার উদ্বোধন করা হয়। মাসব্যাপি এই শিল্প মেলার আয়োজন করে ইভেন্ট ম্যানেজমেন্ট এস.আর.টি.সি.এল। জামালপুর পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী শায়লা শম্পা খন্দকারের সভাপতিত্বে ও দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাব্বত কবীরের সঞ্চালনায় শিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও মেলার উদ্বোধন করেন জামালপুর পুলিশ নারী কল্যাণ সমিতির উপদেষ্টা ফাতেমা পারভীন লুনা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরপুর পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী কাজী মোনালিসা মারিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুরের পুলিশ সুপার দেলোয়ার হোসেন বিপিএম পিপিএম বার, শেরপুরের পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসক ও অপরাধ) সীমা রাণী সরকার, মাদারগঞ্জ সার্কেলের সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার সামিউল আলম পিপিএম, জামালপুর সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ রেজাউল ইসলাম খান, বকশিগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম সম্রাটসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ। মেলায় সর্বমোট ৮০ টি স্টল স্থান পেয়েছে। সেই সাথে শিশুদের বিনোদনের জন্যও রয়েছে নানা রকমের ব্যবস্থা ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।