প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৭, ২০২৫, ৫:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৫, ২০২১, ৮:৪৬ অপরাহ্ণ
জামালপুরে র্যাবের অভিযানে দুই জন টিকেট কালোবাজারি আটক

আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম:
জামালপুর রেলওয়ে জংশন স্টেশন থেকে দু’জন কালোবাজারিকে আটক করেছে র্যাব-১৪। আটকরা হলেন লিটন মিয়া (৪০) ও সুমন মিয়া (৩৫) মঙ্গলবার দুপুরে র্যাব-১৪ জামালপুর রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটকরা জামালপুর পৌরসভার সাহাপুর এলাকার বাসিন্দা। র্যাব সূত্রে জানা যায়, আটক ওই দুই জন দীর্ঘদিন ধরে জামালপুর রেলওয়ে স্টেশন এলাকায় বিভিন্ন কৌশলে অবৈধভাবে টিকেট কালোবাজারি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪০ ধারা মোতাবেক লিটন মিয়াকে ২ মাসের এবং সুমন মিয়াকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube