আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম:
জামালপুর পৌরসভার মেয়রসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ৬২ নেতা-কর্মীর নামে হ'ত্যা চেষ্টার অভিযোগে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জেলা ছাত্রদল নেতা আব্দুল করিম কামরানের ওপর হামলার ঘটনায় তার স্ত্রী সুরাইয়া আক্তার জুঁই বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় জামালপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেনকে (ছানু) প্রধান আসামী করে ৬২ জন নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
মামলার অন্যান্য আসামিরা হলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সদস্য মো. সুরুজ্জামান, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ছরোয়ার হোসেন শান্ত, যুব ও ক্রীড়া সম্পাদক নাইম রহমান, জেলা শ্রমিক লীগের সভাপতি মশিউর রহমান বাবুসহ আরও অনেকেই।
১৫ আগস্ট বৃহস্পতিবার দুপুরে জামালপুর সদর থানায় এ মামলাটি দায়ের করা হয়।
আহত আব্দুল করিম কামরান জেলা ছাত্রদলের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। গত ১৯ জুলাই ছাত্রদলনেতা আব্দুল করিম কারমানের ওপর এ হা'মলার ঘটনা ঘটে।
মামলা সূত্রে জানা গেছে, ১৯ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে মোটরসাইকেলে পুরাতন বাইপাস মোড় থেকে গেটপাড় এলাকায় যাচ্ছিলেন ছাত্রদলনেতা কামরান। গেটপাড় যাওয়ার পথে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দের হুকুমে এবং নেতৃত্বে পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেনসহ মামলার অন্যান্য আসামিরা দেশীয় অ'স্ত্র, শ'টগান ও পি'স্তল নিয়ে একযোগে ওই ছাত্রদলনেতার ওপর হা'মলা করেন। হা'মলায় ছাত্রদলনেতা কামরান গুরুতর আ'হত হন।
মামলার বাদী সুরাইয়া আক্তার জুঁই সাংবাদিকদের বলেন, 'আমার স্বামী ছাত্রদলনেতা কামরান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রোগ্রাম শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় মামলায় অভিযুক্তরা তার ওপর হা'মলা চালিয়ে তার হাত ভে'ঙে দেয়। এছাড়া শরীরের অনেক স্থানে গুরুতর আ'হত করে। এ ঘটনায় আমি হা'মলাকারীদের নামে মামলা করেছি।
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহব্বত কবীর গণমাধ্যমকে বলেন, 'হ'ত্যাচেষ্টার অভিযোগে ৬২ জনের নামে একটি মামলা দায়ের হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।