আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম:
জামালপুর জেলার মেলান্দহ উপজেলার বিদেশফেরত এক ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে না থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১৯ মার্চ বৃহস্পতিবার দুপুর ২টায় মেলান্দহের হাজরাবাড়িতে এ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামিম আল ইয়ামীন। ইউএনও তামিম সংবাদ মাধ্যমকে জানান, গত ১৫ মার্চ সৌদিফেরত ওই ব্যক্তি দেশে ফিরে হোম কোয়ারেন্টাইনে না থেকে বাইরে ঘুরাফেরা করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংক্রামক ব্যাধি আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে ৪৫ বছর বয়সী ওই ব্যক্তিকে মেলান্দহ উপজেলার মির্জা আজম অডিটরিয়ামের অস্থায়ী কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়।
গত কয়েক দিনে জামালপুরের মোট ৫১ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। এদের মধ্যে সদর উপজেলায় ৯, মাদারগঞ্জে ১৭, মেলান্দহে ১, দেওয়ানগঞ্জে ৭, ইসলামপুরে ৫, বকশীগঞ্জে ৯, সরিষাবাড়ীতে ৩ জন বিদেশফেরত রয়েছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।