আবু সায়েম মোহাম্মদ সা'আদাত-উল- করিম:
জামালপুরে চাঞ্চল্যকর সাবেক সেনাসদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারিক হ'ত্যা মামলায় ওসিসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আবু তাহের এ দণ্ডাদেশ দেন।
মুক্তিযোদ্ধা আব্দুল বারিক পৌর শহরের হাটচন্দ্রা এলাকার বাসিন্দা ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল করিম ছোটন জানান, '২০১৬ সালের ১১ জুলাই বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারিকের ছোট ছেলে মাজহারুল হক বাবুকে জামালপুর রেলওয়ে স্টেশন থেকে বিনা টিকিটে রেল ভ্রমণের অভিযোগে আটক করে রেলওয়ে পুলিশ। খবর পেয়ে তার বাবা রেলওয়ে পুলিশের কাছ থেকে ছেলেকে ছাড়িয়ে নেন। এ সময় পুলিশের সঙ্গে সামান্য বাক-বিতণ্ডার জেরে বারিকের মাথায় আ'ঘাত করেন রেলওয়ে পুলিশের কনস্টেবল তপন বড়ুয়া। এ সময় বারিক স্টেশনের প্ল্যাটফর্ম থেকে নিচে রেললাইনের উপর পড়ে যান এবং গু'রুতর আ'হত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে ময়মনসিংহ সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে ওই দিন বিকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পর দিন ১২ জুলাই তার বড় ছেলে মিজানুর রহমান মুকুল বাদী হয়ে জামালপুর রেলওয়ে থানার ওসিসহ চারজনকে আসামি করে হ'ত্যা মামলা করেন।
আসামিরা হলেন- তৎকালীন জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌড় চন্দ মজুমদার, এএসআই সোহরাব আলী, কনস্টেবল তপন বড়ুয়া ও রেলের টিসি আনিসুর রহমান।
২০১৭ সালের ৪ জুলাই মামলায় রেলওয়ে থানার কনস্টেবল তপন বড়ুয়া এবং রেলের টিসি আনিসুর রহমানকে অভিযুক্ত করে প্রতিবেদন দাখিল করে সিআইডি। পরবর্তীতে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে জামালপুর রেলওয়ে থানার ওসি গৌড় চন্দ্র মজুমদার ও এএসআই সোহরাব আলীকেও আসামি করা হয়।
দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে ২১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করে মঙ্গলবার দুপুরে ওই চার আসামির উপস্থিতিতে প্রত্যেককে যা'বজ্জীবন কা'রাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জ'রিমানা করেন আদালত।
মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ ও অ্যাডভোকেট এইচ আর জাহিদ আনোয়ার।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।