আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম।।
জামালপুরে কু*খ্যাত মাদক সম্রাট জিয়াউল হককে ২৬ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০টায় নিজ বাড়ি থেকে যৌথবাহিনী আটক করেছে।
পুলিশ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে একাধিক মাদক মামলার আসামী জামালপুর পৌরসভার রামনাগর গ্রামের বাসিন্দা মৃত জহুরুল হকের পুত্র জিয়াউল হক যৌথবাহিনীর হাতে আটক হয়।
আটক জিয়াউল হক জানায়, সে ২০১২ সালে মাদক ব্যবসা শুরু করে। একবার ইয়াবা ট্যাবলেটসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে ১৭দিন জেলহাজতে ছিল। জামিনে মুক্ত হয়ে কিছুদিন ব্যবসা বন্ধ রাখলেও পুরোদমে আবার মাদক ব্যবসা শুরু করে।
মাদকব্যবসায়ী জিয়াউল হক বগুড়া জেলার সারিয়াকান্দি থেকে তার কাছে মাদকের চালান আসার কথা অকপটে স্বীকার করেন। সে শহরের বিভিন্ন স্পটে গিয়ে মাদকাসক্তের কাছে মাদক সরবরাহ করে থাকে। সে আরও জানায়, তার অধিকাংশ গ্রাহক হলো রাজনৈতিক নেতাকর্মী।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক ব্যক্তি বলেন, জিয়াউল ১৯৯৬ সাল থেকে মাদক ব্যবসা করে আসছে। রাজনৈতিক ছত্রছায়ায় সে অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছে। এলাকার যুবসমাজকে নষ্ট করে ফেলছে এই জিয়াউল। এলাকাবাসী তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সেনাবাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে আটক হবার খবর পেয়ে এলাকার শত শত মানুষ আনন্দ ও উল্লাস প্রকাশ করে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ফয়সাল মো. আতিক গণমাধ্যমকে মাদকব্যবসায়ী জিয়াউল হকের আটক হবার কথা জানান।
তিনি বলেন, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।