আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম:
মা'দক সেবন রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি, এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে মা'দকদ্রব্যের অ'পব্যবহার ও অ'বৈধ পা'চারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ২৬ জুন রবিবার সকালে জামালপুর জেলা প্রশাসন এবং জামালপুর জেলা মা'দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে শহরের বকুলতলা চত্বরে এক মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়।
পরে জেলা পরিষদের মিলনায়তনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরকার আব্দুল্লাহ আল মামুন বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, সিভিল সার্জন ডা. গৌতম রায়, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ, পৌর মেয়র ছানোয়ার হোসেন, সহকারী পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মা'দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জামালপুর এছাড়াও আরও উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথিবৃন্দ,প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, শুধু প্রশাসন বা আইন -শৃঙ্খলা বাহিনীর পক্ষে মা'দক নির্মূল করা সম্ভব না, মা'দক নির্মূলে জনগণকে নিজের অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। উক্ত আলোচনা অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।