আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম: জামালপুর পৌর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে ২টি ড্রেজার ধ্বংস ও বালু জব্দ করা হয়েছে। ১০ নভেম্বর মঙ্গলবার জামালপুর পৌরসভার ছনকান্দা এলাকায় সকাল ১০.৪০ মিনিট থেকে দুপুর ১.০০টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ফরিদা ইয়াসমিন । অভিযানে ২টি ড্রেজার পোড়ানো হয়েছে।
অভিযান সূত্রে জানা যায়, ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় শাস্তির আওতায় আনা সম্ভব হয়নি। স্তুপীকৃত বালু জব্দ করে স্থানীয় কাউন্সিলর মো. ফজলুল হক আকন্দের জিম্মায় রাখা হয়।
জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন বলেন পরবর্তীতে জব্দকৃত বালু নিলাম করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হবে। এছাড়া এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।