আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম: জামালপুর সদর উপজেলার ছোনটিয়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালনা করে এক পেঁয়াজ ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন না মানায় ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ১৭ সেপ্টেম্বর ২০২০, বৃহস্পতিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রতি কেজিতে ২২-২৩ টাকা মুনাফায় পেঁয়াজ বিক্রয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৪০ ধারায় ছোনটিয়া বাজারের পেঁয়াজ আড়তদার ইতি স্টারের স্বত্বাধিকার হামিদুর রহমানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জামালপুর সদর উপজেলার নির্বাহী অফিসার ফরিদা ইয়াসমিন বলেন, বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।