আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম:
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী জামালপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিপুল পরিমাণ নকল জিনিসপত্র আটক ও অভিযুক্ত এক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার ১১ আগস্ট ২০২০ গোপন সংবাদের ভিত্তিতে বেলা ২টা ৩০ মিনিটে জামালপুর সদরের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা বেগমের নেতৃত্বে আইন প্রয়োগকারী সংস্থা একটি বিশেষ দল সদরের মেষ্টা দেউলিয়াবাড়ি গ্রামে মো. রফিকুল ইসলাম এর বাড়িতে অভিযান চালানো হয়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা বেগম সংবাদ মাধ্যমকে বলেন, এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ নকল ও মেয়াদ উর্ত্তীণ কীটনাশক,সার,আটা,ময়দা, প্যাকেজিং মেশিনসহ,নকল লেভেল জব্দ করা হয়। পরে অভিযুক্ত মো.রফিকুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও জানান, এ সময় র্যাব ১৪ জামালপুর সিপিসি ১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এস.এম সবুজ রানার টিমসহ সদরের পিআইও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ,জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আরিফুল ইসলাম উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন। তিনি আরও বলেন, এই অভিযান জামালপুর জেলা প্রশাসন কর্তৃক একটি নিয়মিত ও চলমান প্রক্রিয়া। ভবিষ্যতে অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।