আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম:
জামালপুরে দ্বিতীয় দিনের মতো অ'বরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠন । এদিকে বিএনপির ১দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্র ঘোষিত ৭২ঘন্টা অ'বরোধের দ্বিতীয়দিন জামালপুর সদর উপজেলার শরিফপুর ও মেষ্টা ইউনিয়নসহ বিভিন্ন পয়েন্টে বিএনপির নেতাকর্মীরা সড়ক অ'বরোধ করে মিছিল ও সমাবেশ করেছে। বুধবার ১ নভেম্বর দুপুরে জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. শাহ মোঃ ওয়ারেছ আলী মামুনের নির্দেশনায় সদর উপজেলা মৎস্যজীবী দলের উদ্যোগে শরিফপুর বাজারের সামনে সড়ক অ'বরোধ করে মিছিল ও সমাবেশ করে বিএনপিসহ মৎস্যজীবী দলের নেতাকর্মীরা। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জামালপুর জেলা মৎস্যজীবী দলের সভাপতি ও জামালপুর জেলা বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল হালিম। জামালপুর সদর উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী দলের সহ-সভাপতি হাজী আব্দুল মালেক, যুগ্ম-সাধারণ সম্পাদক সাহেব আলী, রুবেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক বিজয় সরকার, প্রচার সম্পাদক জাহিদ আনসারী ছোটন, প্রকাশনা সম্পাদক এনামুল হক, শরিফপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি ডাঃ আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ উজ্জ্বল প্রমুখ। এসময় দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার আহ্বান জানান নেতাকর্মীরা।
অপরদিকে উপজেলার মেষ্টা ইউনিয়নের হাজীপুর বাজারের সামনে সড়ক অ'বরোধ করে মিছিল ও সমাবেশ করে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।