জেলা প্রতিনিধি :
জামালপুর পৌর শহরে গত ৬ ঘন্টায় পাগলা কুকুরের কামড়ে প্রায় অর্ধশতাধিক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংবাদ সংগ্রহ করতে গিয়ে কুকুরে কামড়ে আহত হয়েছেন অনলাইন পুর্ব-পশ্চিম এর জামালপুর জেলা প্রতিনিধি মেহিদী হাসান।
পাগলা কুকুরের কামড়ে সবচেয়ে বেশি আক্রান্ত হয় শহরের গুরুত্বপুর্ণ পাঁচ রাস্তা এলাকায়। এছাড়া পাথালিয়া ও ব্রীজ এলাকাতে পাগলা কুকুরের কামড়ে মানুষ আহত হয়।
এ নিয়ে জেলা জুড়ে রয়েছে চরম আতংক। সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছে না।
জামালপুর সিভিল সার্জন গৌতম রায় সংবাদ মাধ্যমকে জানান, এ পর্যন্ত জেলা জেনারেল হাসপাতালে বেশ কয়েকজন চিকিৎসা নিয়েছে তবে সংখ্যা জানাতে পারেননি।
জামালপুর পৌর মেয়র সাখাওতুল আলম মনি সত্যতা নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে জানান, পাগলা কুকুরকে ধরতে অভিযান চালানো হচ্ছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।