আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম : জামালপুরে অতিরিক্ত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি ও মূল্য তালিকা সঠিক না থাকায় শহরের সকাল বাজারের পাঁচজন ব্যবসায়ীকে ৩৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২০ মার্চ , শুক্রবার এ সাজা দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াছমিন। জানা গেছে, করোনা ভাইরাস আতঙ্কের কারণে জামালপুরের বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা চাল, ডাল, পেঁয়াজ, রসুনসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য অতিরিক্ত দামে বিক্রি করছেন। এমন অভিযোগের ভিত্তিতে ২০ মার্চ সকালে শহরের সকাল বাজারে এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় পাঁচজন ব্যবসায়ীকে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়। তাদের মধ্যে ব্যবসায়ী এরশাদুজ্জামান শাহীনকে ১০ হাজার টাকা, বেলাল হোসেনকে পাঁচ হাজার টাকা, মুকুলকে তিন হাজার টাকা, শেফালী বেগমকে আট হাজার টাকা ও হাবিবুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা ইয়াছমিন জানান, করোনা ভাইরাস আতঙ্কের মধ্যেও বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ও অতিরিক্ত খাদ্যপণ্য মজুদারদের নিয়ন্ত্রণ করতেই এ অভিযান চালানো হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।