আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম:
জামালপুর শহরের ৩ টি বেসরকারি ক্লিনিক ডায়গনস্টিক ও হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১১ নভেম্বর বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক এর লাইসেন্স ও নবায়ন ছাড়া ব্যবসা পরিচালনা, সেবার মান অনুন্নত, শর্ত ও নিয়ম অনুযায়ী প্রতিষ্ঠান পরিচালনা না করার অপরাধে ত্রিশ হাজার টাকা জরিমানা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী জামালপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা বেগম বলেন,আমেনা জেনারেল হাসপাতালের লাইসেন্স এর নবায়ন না থাকার কারণে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ এর ৮ ধারা অনুযায়ী ৫০০০ টাকা জরিমানা, মা নার্সিং হোমে একই কারণে ৫০০০ টাকা জরিমানা, সিয়াম ডায়গনস্টিক সেন্টারে লাইসেন্স না থাকার কারণে ৫০০০ টাকা জরিমানা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারা মতে সেবার মান অনুন্নত থাকায় ১৫০০০ টাকা ,মোট ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।