আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম: ১৬মে রবিবার রাত ১২ টার দিকে শহরের সরদার পাড়ায় যমুনা টিভি’র জামালপুর জেলা প্রতিনিধি শোয়েব হোসেনের ব্যবসা প্রতিষ্ঠান 'শাহী চাপ-কাবাব এণ্ড বিরিয়ানী ঘরে' এসে চাঁদা দাবি করে জিকু ও শিপন নামে দুই সন্ত্রাসী। তারা চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ও তাকে দেখে নেওয়ার হুমকী দিয়ে চলে যায়। এর কিছুক্ষণ পর দেশীয় অস্ত্র নিয়ে তাকে (শোয়েব হোসেন) আবারও মারতে আসে। এসময় তার রেস্টুরেন্টের কর্মচারীরা দোকানের শাটার ভেতর থেকে বন্ধ করে দিলে সন্ত্রাসীরা দোকানের সাটার ও সামনে রাখা মোটরসাইকেলে রাম'দা দিয়ে কোপাতে থাকে এবং তাকে মেরে ফেলার হুমকী দিতে থাকে।
সাংবাদিক শোয়েব গণমাধ্যমকে জানান, এসময় আমি পুলিশকে খবর দেই। পরে ওরা দূর থেকে পুলিশকে আসতে দেখে পালিয়ে যায়। তিনি আরও বলেন, 'জামালপুর শহরে এমন ঘটনা সত্যিই অবিশ্বাস্য। ওরা শুধু চাঁদা চাইতে এসেছিলো না অন্য কোন উদ্দেশ্যে এসেছিলো এখনোও বুঝে উঠতে পারছিনা। তবে হঠাৎ করে এভাবে এসে আমাকে হুমকী দেওয়া ও কোপাতে আসার পেছনে অন্য কোন কারণ আছে বলেই ধারণা করছি। প্রথম যখন ওরা রিকশায় করে এসেছিলো তখন ওদের সাথে একজন সাংবাদিকও ছিল। (যদিও তাকে এখন সাংবাদিক বলা যুক্তিযুক্ত হবেনা।) ওই সাংবাদিকের ভূমিকা নিয়ে দ্বিধা- দ্বন্দ্বে আছি। তাই আপাতত তার নাম প্রকাশ করা থেকে বিরত থাকছি'।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।