আবু সায়েম মোহাম্মদ সা-'আদাত উল করীম: জামালপুর পৌরসভার রশিদপুরে রান্না করতে গিয়ে গ্যাস সিলিন্ডার থেকে পেট্রোলের ড্রামে ছড়িয়ে পড়া আগুনে দগ্ধ হয়ে শিপ্রা বেগম (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় দগ্ধ হওয়া ওই গৃহবধূর স্বামী শুভ্র মিয়াকে (৩০) আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের দল। দুর্ঘটনার খবর পেয়ে জামালপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে চিকিৎসার জন্য ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক বিশ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন ও জেলা পুলিশের উধর্বতন কর্মকর্তা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। ২১ মার্চ রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে ওই গৃহবধূর টিনের ভাড়া বাসার রান্নাঘরে আগুন লেগে থাকার ঘরসহ সমস্ত আসবাব ভস্মীভূত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গৃহবধূর স্বামী শুভ্র মিয়া রশিদপুর বাজারে মনিহারি দোকানে খুচরা পেট্রোল বিক্রি করতেন। সেই পেট্রোলের কয়েকটি ছোট ড্রাম রান্নাঘরে মজুদ ছিল। তারা স্বামী-স্ত্রী ও চার বছরের কন্যা সন্তান নিয়ে এক বছর ধরে ইজ্জাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়কের বাড়িতে ভাড়া থাকতেন। সকাল সাড়ে ৯ টার দিকে স্বামী-স্ত্রী রান্না করতে যান। তাদের একমাত্র কন্যা সন্তান পাশের দাদার বাড়িতে ছিল। এ সময় গ্যাস সিলিন্ডার থেকে পাশে মজুদ রাখা পেট্রোলের ড্রামে আগুন লেগে রান্নাঘরে লাগোয়া থাকার ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মারা যান ওই গৃহবধূ।
জামালপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আ. রাজ্জাক গণমাধ্যমকে জানান, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত। সেই আগুন রান্নাঘরে মজুদ রাখা পেট্রলের ড্রামে লাগলে মুহূর্তেই সারা বাড়িতে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডে ১০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে গ্যাস সিলিন্ডার দুর্ঘটনায় গৃহবধূর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।