প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৫, ৮:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৬, ২০২১, ১০:১১ অপরাহ্ণ
জামালপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে মাদক ও নগদ অর্থসহ গ্রেফতার ৩

আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম:
জামালপুর জেলা গোয়েন্দা বিভাগের পুলিশের মাদক বিরোধী এক অভিযানে ৩ জনকে গ্রেফতার ও ১০ কেজি গাঁজাসহ নগদ এক লাখ ত্রিশ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
জামালপুর জেলা পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ সোমবার রাত প্রায় সাড়ে আটটার সময় গণমাধ্যমেকে জানান, জামালপুর জেলাকে মাদক ও অপরাধমুক্ত করার লক্ষ্যে ১৬ আগস্ট ২০২১ সোমবার জেলা গোয়েন্দা শাখা,জামালপুরের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে জামালপুর সদর থানাধীন ডাকপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামী ১। মোঃ আব্দুল হালিম (৪০) পিতাঃমকুল হোসেন(মৃত) সাং-মুসলিমাবাদ ২। মোঃ পারভেজ মিয়া (২৬) পিতাঃ মোঃ আমির হোসেন সাং- মুসলিমাবাদ ৩।মোঃ শাহাবুদ্দিন পিতাঃ শফিকুল মিয়া(মৃত) সর্বথানা ও জেলা-জামালপুরদের কে গ্রেফতার করা হয়। এছাড়াও পরে তাদের হেফাজত হতে ১০ (দশ) কেজি গাঁজা, নগদ ১ লাখ ৩০ হাজার টাকা এবং গাঁজা পরিমাপের কাজে ব্যবহারের একটি ডিজিটাল ওজন পরিমাপক যন্ত্র জব্দ করা হয়। এই রিপোর্ট লেখা সময় পর্যন্ত জামালপুর সদর থানায় এই বিষয়ে একটি মাদক মামলা প্রক্রিয়াধীন ছিল।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube