জামালপুর প্রতিনিধি ।।
বুধবার (২৬ মার্চ) বিকেলে জামালপুর শহরের দেওয়ানপাড়া মোড়ে স্টার কমিউনিটি সেন্টারে গণতন্ত্র মঞ্চ জামালপুর জেলা শাখা আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ভাষানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেন, 'আপনারা দেখেছেন গণতন্ত্র মঞ্চ গত ১৬ বছরের ফ্যাসিস্ট খু*নি হাসিনা সরকারকে বিদায় করার জন্য মাঠে যেভাবে লড়াই- সংগ্রাম করেছে, যার ফলে ছাত্র-জনতার গ*ণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার মন্ত্রী এমপিরা বাধ্য হয়েছিল পলায়ন করতে। আমরা একটি নতুন সূর্য নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এখানে উপস্থিত হয়েছি।'
বাংলাদেশ কংগ্রেস জামালপুর জেলা শাখার আহ্বায়ক, বিশিষ্ট কবি, সাংবাদিক আলহাজ্ব আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম বলেন, '৫৪ বছরে দেশে ৫৪টি রাজনৈতিক দল নিবন্ধিত হয়েছে কিন্তু পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক ভোটের মাধ্যমে এমপি নির্বাচন করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।'
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত অন্যান্য বক্তারা বলেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমেই দেশের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা ও উন্নয়ন সম্ভব।'
গণতন্ত্র মঞ্চ জামালপুর জেলা শাখার সমন্বয়ক মো. আমিন উদ্দিনের সভাপতিত্বে ও সহ-সমন্বয়ক আইনজীবী তাজউদ্দিন সবুজের সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গণতন্ত্র মঞ্চ জেলা শাখার সহ-সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা হাসানুজ্জামান বাদল তালুকদার, মাহবুব আলম খান দীপু, জামায়াতে ইসলামী জেলা শাখার সেক্রেটারি আইনজীবী আব্দুস আওয়াল, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, ইসলামী আন্দোলন জামালপুর জেলা শাখার সভাপতি মুফতী মোস্তফা কামাল, আইনজীবী নজরুল ইসলাম, বাংলাদেশ কংগ্রেস জেলা শাখার আহবায়ক আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম, সরকারি জাহিদ সফির মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ হারুন অর রশিদ, গণঅধিকার পরিষদের নেতা মেহেদী হাসান নাঈম, নাগরিক কমিটির নেতা খলিলুর রহমান, সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান নির্বাহী এনামুল হক, আমার বাংলাদেশ (এবি) পার্টির নেতা শিহাব হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা শরিফুল ইসলাম।
ইফতার ও দোয়া মাহফিলে গণতন্ত্র মঞ্চের সকল নেতৃবৃন্দসহ রাজনৈতিক, পেশাজীবি, সামাজিক, সাংস্কৃতিক, কর্মজীবী এবং শ্রমজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।