আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম: জামালপুর জেলা শহরে ক্রিকেট খেলায় বাজি ধরাকে কেন্দ্র করে স্ট্যাম্পের আঘাতে হাসান(১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।২১মার্চ, শনিবার দুপুরে শহরের পৌর এলাকার পাথালিয়া গুয়াবড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র মতে, পাথালিয়া গুয়াবাড়ি এলাকায় সন্ধি ক্লাবের পেছনে একটি মাঠে ক্রিকেট খেলা চলছিল। এ সময় ওই এলাকার আনিস মিয়ার ছেলে ইলেকট্রিক মিস্ত্রী হাসান ও মুক্তি মিয়ার ছেলে হৃদয়(১৮) খেলায় বাজি ধরেন। বাজিতে হৃদয় হেরে গেলে হাসানের সাথে তার বাকবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে হৃদয় খেলায় ব্যবহৃত স্ট্যাম্প দিয়ে হাসানের মাথায় সজোরে আঘাত করলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সৌমিত্র কুমার বণিত তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার পর থেকে হৃদয় পলাতক রয়েছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সালেমুজ্জামান সংবাদ মাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।