আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম।।
জামালপুরের ইসলামপুর থানায় দায়ের করা এক কি*শোরী গ*ণধর্ষণ মামলার চার আসামিকে আগাম জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন হাইকোর্ট। আসামিরা সম্পর্কে বন্ধু এবং একই এলাকার বাসিন্দা।
মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি দুপুরে হাইকোর্টে স্বশরীরে উপস্থিত হয়ে আইনজীবীর মাধ্যমে আগাম জামিনের আবেদন করলে জামিন নামঞ্জুর করে আসামি চার বন্ধুকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
মামলার আসামিরা হলো, ইসলামপুর পৌর শহরের গাওকুড়া দর্জিপাড়া এলাকার বাসিন্দা মামিনুলের ছেলে মাহিন রহমান জুবাই (১৮), সোনা আলীর ছেলে বাবু (২৮), সুরুজের ছেলে রাকিব (২০) এবং ভেঙ্গুড়া সর্দারবাড়ী মোড় এলাকার পিন্টুর ছেলে মাহফুজ (২০)।
বুধবার দুপুরে এসব তথ্যের সত্যতা স্বীকার করেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ।
ইসলামপুর থানা সূত্রে জানা যায়, গত ২৬ জুন রাত ৮টার দিকে পৌর শহরের রৌহারকান্দা ব্রিজ এলাকায় এক আত্মীয়র বাড়িতে বেড়াতে যায় ১৫ বছর বয়সী এক কি*শোরী। একা পেয়ে ওই কিশোরীকে স্থানীয় একটি কাঠের বাগানে ডেকে নিয়ে চার বন্ধু মিলে ধ*র্ষণ করে। ওই ঘটনার তিন দিন পর গত ২৯ জুন ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে গ*ণধর্ষণের ঘটনায় জড়িত চারজনের নাম উল্লেখ করে ইসলামপুর থানায় মামলা করেন। মামলার দায়ের পর থেকে আসামিরা আত্মগোপনে রয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যা ৭টার দিকে বসতবাড়ি থেকে এক কিলোমিটার দূরে রৌহারকান্দা ব্রিজ এলাকায় বেড়াতে যায় ওই কিশোরী। এসময় আসামি মাহিন রহমান জুবায়ের বেড়ানোর কথা বলে ওই কিশোরীকে পৌর শহরের একটি কাঠের বাগানে নিয়ে যায়। সেখানে আসামি বাবু মোবাইল ফোনের মাধ্যমে তার বন্ধু রাকিব এবং মাহফুজকে কল করে ঘটনাস্থলে নিয়ে আসে। এক পর্যায়ে কোনো কিছু বুঝে উঠার আগেই আসামি মাহিন ধাক্কা মেরে ওই কিশোরীকে মাটিতে ফেলে দেয়। এসময় ডাক-চিৎকার করলে মুখ চে*পে ধরে কিশোরীকে জোরপূর্বক ধ*র্ষণ করে মাহিন। এরপর বাবু, রাকিব এবং মাহফুজ পালাক্রমে ধ*র্ষণ করে কিশোরীকে।
মামলার তদন্ত কর্মকর্তা ও ইসলামপুর থানার ওসি মো. সাইফুল্লাহ সাইফ বলেন, ‘আসামিদের গ্রেপ্তারে কাজ করে যাচ্ছিলাম। কিন্তু আসামিরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলো। এক পর্যায়ে গ*ণধর্ষণ মামলার এজাহারভুক্ত চার আসামিরা স্বশরীরে উপস্থিত হয়ে আইনজীবীর মাধ্যমে আগাম জামিন নিতে হাইকোর্টে আবেদন করে। বিজয় ৭১ ভবনে ২১ নম্বর কোর্টের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান এবং বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর দ্বৈত বেঞ্চ আগাম জামিন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে হাইকোর্টের দায়িত্বে সংশ্লিষ্টরা চার আসামিকে রাজধানীর শাহবাগ থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন। আমরা আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছি।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।