আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম:
জামালপুর শহরে ভ্রাম্যমাণ জনসাধারণের মাঝে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও সচেতনতার লক্ষে জামালপুর সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিকের নেতৃত্বে সদর থানা পুলিশ এক মানবিক কার্যক্রম পরিচালনা করেন। শনিবার ২৮ মার্চ ২০২০ সকাল থেকে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিভিন্ন ফার্মেসী এর সামনে জন-দূরত্ব বজায় রেখে ঔষধ বিক্রয়ের জন্য সাদা বৃ্ত্ত অংকন এবং সর্বসাধারণকে ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়। অতি জরুরি প্রয়োজন ছাড়া কাউকে অযথা বাহিরে চলাচল না করার জন্য (হেলার দিয়ে) মাইকিং করে জন সচেতনতায় এ ঘোষণা করা হয়। জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক বলেন জামালপুর জেলা পুলিশ সুপার মো দেলোয়ার হোসেন বিপিএম,পিপিএম (বার) এর নির্দেশনায় মানবিক পুলিশি কার্যক্রম গতিশীল রাখা হচ্ছে। মি. শিবলী আরো বলেন আমরা প্রতিদিনই করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মানবিক পুলিশি কার্যক্রম করে যাচ্ছি। যাতে করে সমাজে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি পায়। এছাড়া তিনি জামালপুর জেলাবাসীকে সরকারি নির্দেশনা অনুযায়ী হোম কোয়িরেন্টাইন নিয়ম মেনে চলার আহবান জানান।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।