জামালপুর প্রতিনিধি :
জামালপুরে জেলা প্রশাসন ও জেলা হস্তশিল্প ব্যবসায়ী সমিতির আয়োজনে ঐতিহ্যবাহী নাট্য সংগঠন এস.এম থিয়েটারের উদ্যোগে ঐতিহ্যবাহী নকশিকাঁথার ওপর ভিত্তি করে নির্মিত নাটক ‘দিকদর্শন’র শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৩ নভেম্বর জামালপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ শুভ মহরত অনুষ্ঠিত হয়।
জেলা হস্তশিল্প ব্যবসায়ী সমিতির সভাপতি বিজন কুমার চন্দের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজীব কুমার সরকার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ আতিকুর রহমান ছানা।
আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আ.ব.ম জাফর ইকবাল জাফু, জেলা কালচারাল অফিসার আব্দুল্লাহ আল মামুন, জেলা হস্তশিল্প ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহিনুর আলম, বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক তারিকুল ফেরদৌস, সাংবাদিক ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম ও কবি সাযযাদ আনসারী।
নাটকটি রচনা ও পরিচালনা করেছেন এস.এম থিয়েটার সভাপতি সাব্বির এহসান মঞ্জু। তিনি জানান, একটি অস্বচ্ছল পরিবারে বেড়ে উঠা একটি মেয়ে যখন জীবনের তাড়নায় ছুটে চলে। ঠিক তখন তার ভাবনার জগতে চলে আসে বিদেশ গমন। কিন্ত এটা অত্যন্ত বিপজ্জনক তা নাটকের এক শিক্ষক চরিত্র স্বপ্নদূত হিসেবে হাজির হয় তার সামনে। শিক্ষক সেই মেয়েটিকে বুঝাতে সক্ষম হয় কীভাবে জেলা পরিষদের মাধ্যমে অনুদান পেয়ে নিজেই নিজেকে সাবলম্বী করতে পারে। এভাবেই গল্প এগিয়ে যেতে থাকে। এক পর্যায়ে মেয়েটি অনুদানের টাকার একটি মেশিন কিনে তার সকল স্বপ্ন বুনতে থাকে নকশিকাঁথায়। সে তুলে ধরে গ্রামীন আবহ, তার সুখ- দুঃখ। এভাবেই একদিন সে শোনে জামালপুরে প্রতিষ্ঠিত হতে চলেছে বাংলাদেশের সর্ব বৃহৎ আন্তর্জাতিক মানের শেখ হাসিনা নকশি পল্লী। সে এই নকশি পল্লী পরিবারের একজন গর্বিত সদস্য৷ সে তার পিছনের সকল প্রতিবন্ধকতা পেরিয়ে দীপ্ত গতিতে এক দেদীপ্যমান মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করে নিজেকে। এভাবেই গল্প তার নিজস্ব স্বকীয়তায় এগিয়ে যেতে থাকে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।