আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম।।
পরিবেশের ছাড়পত্র না থাকার কারণে জামালপুরে ৪টি অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
১০ ফেব্রুয়ারি সোমবার পরিবেশ অধিদপ্তর জামালপুর জেলা কার্যালয় এর উদ্যোগে পরিবেশ অধিদপ্তর সদর দপ্তর ঢাকার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমির নেতৃত্বে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী অবৈধ ইট ভাটার বিরুদ্ধে এক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
১০ ফেব্রুয়ারি সকাল থেকে জামালপুর জেলার সদরের পৌর শহরের ডাকপাড়ায় ও জঙ্গলপাড়া বোর্ডঘর এলাকায় অবস্থিত ৪টি ইট ভাটায় অভিযান চালানো হয়।
অভিযানে স্টার, স্টার ওয়ান, কিংস এবং রুপালী ব্রিক্স ইটভাটাগুলিকে পরিবেশের ক্ষতি সাধন করার কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৪ লাখ টাকা জরিমানা ও আদায় করেছে পরিবেশ অধিদপ্তর।
ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা প্রদান করেন জেলা প্রশাসন, জেলা পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী,পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়সহ ফায়ার সার্ভিস ডিফেন্স জামালপুর।
মোবাইল কোর্টের মাধ্যমে ০৪ (চারটি) ইটভাটাকে ৬ লাখ (ছয় লক্ষ) টাকা করে মোট ২৪ লাখ ( চব্বিশ লক্ষ) টাকা জরিমানা ধার্য এবং আদায় করা হয়।
এ সময় সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানে পানি দিয়ে আগুন নিভিয়ে এবং ভেকু দিয়ে ভাটাগুলো ধ্বংস করা হয়।
এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।