আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম।।
জামালপুরে অ*পহরণের চার মাস পর কলেজশিক্ষার্থীকে উদ্ধার করেছে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা। এ ঘটনায় শিক্ষার্থীর মা বাদী হয়ে চারজনকে আসামি করে মামলা করেছেন।
বুধবার সকালে জেলার সরিষাবাড়ি উপজেলার কামরাবাদ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
অপহৃত কলেজশিক্ষার্থী সরিষাবাড়ি উপজেলার শিমলা বাজার পাইলট স্কুল এন্ড কলেজের উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের শিক্ষার্থী।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ ডিসেম্বর সকাল ৯টায় সরিষাবাড়ি উপজেলার শিমলা বাজার পাইলট স্কুল এন্ড কলেজে ওই শিক্ষার্থী পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে কামরাবাদ এলাকা থেকে অ*পহরণ হয়। পরে এ ঘটনায় চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি ওই শিক্ষার্থীর মা শাহনাজ পারভীন বাদী হয়ে মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের পাঠানপাড়া এলাকার মো. নুর ইসলামের ছেলে মো. মনির হোসেনকে প্রধান করে চারজনের নামে নারী ও শিশু নি*র্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে ওই কলেজশিক্ষার্থীকে তিন মাস ঢাকার গাজীপুরে আত্মগোপনে রাখেন। মামলা দায়ের পর অপরাধ তদন্ত বিভাগ জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার স্বাগতা ভট্টাচার্য্য এই মামলাটি তদারকি করেন। অপরাধ তদন্ত বিভাগের সদস্যরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদের অবস্থান শনাক্ত করেন। পরে মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় তাঁরা সরিষাবাড়ি কামরাবাদ এলাকায় এক আত্মীয়র বাড়িতে আসেন। বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশ ইন্সপেক্টর আবুল হাশেম তাঁর সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে অ*পহৃত কলেজশিক্ষার্থীকে উদ্ধার করেন। পরে ওই কলেজশিক্ষার্থীকে তাঁর মায়ের কাছে দেয়া হয়।
এ বিষয়ে জামালপুর জেলা অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অতিরিক্ত পুলিশ সুপার স্বাগতা ভট্টাচার্য্য বলেন, 'অপরাধ দমনে সিআইডি সবসময় সচেষ্ট। অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।