বিশেষ প্রতিনিধি, জামালপুর :
জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলায় আওনা ইউনিয়নের পঞ্চাশী মধ্যপাড়া গ্রামের কাজল মিয়া (১৭) নামের এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সকালে তার নিজ কক্ষ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পরিবারের স্বজনসহ তারাকান্দি তদন্ত কেন্দ্রের পুলিশ।
কাজল উপজেলার আওনা ইউনিয়নের পঞ্চাশী মধ্যপাড়া গ্রামের দরিদ্র কৃষক আয়েব আলীর ছেলে।সে স্থানীয় অ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদার কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, কাজল মিয়া বুধবার রাতের খাবার শেষে তার নিজ কক্ষে দরজা জানালা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠতে দেরি দেখে তার ( মা ) বিনা বেগম তাকে অনেকবার ডাকাডাকি করার পর ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা বাইরে থেকে ধাক্কা দিয়ে দরজা খুলার চেষ্টা চালিয়ে যায়। পরে স্থানীয় তারাকান্দি তদন্ত কেন্দ্রে খবর দেন। তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) খন্দকার মাসুদ খালিদ পুলিশ ফোর্স নিয়ে ওই বাড়িতে গিয়ে বাইরে থেকে টিন কেটে ভেতরে গিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পান। কাজলের মরদেহের সুরতহাল করেন। কিন্তু পরিবারের কোনো অভিযোগ না থাকায় পুলিশ মরদেহ দাফনের অনুমতি দেন।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান সংবাদ মাধ্যমকে বলেন, নিহতের সুরতহাল করার সময় ফাঁস দিয়ে আত্মহত্যার আলামত পাওয়া গেছে। তবে পরিবারের স্বজনদের কোনো অভিযোগ না পাওয়ায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়। তবে কী কারণে কাজল আত্মহত্যা করেছে এ নিয়ে পরিবারের কেউ কোন কথা বলতে রাজি হয় নি। তবে এলাকাবাসী অনেকেই বলেন, প্রেম ঘটিত কারণে এমনটি হতে পারে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।