আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম :
জামালপুরের যমুনা নদীতে জেলেদের জালে এবার ৩৮ কেজি ওজনের একটি বাঘা আইড় মাছ ধরা পড়েছে। ৩০ অক্টোবর বুধবার দুপুরে ধরাপড়া এই মাছ জামালপুরের মেলান্দহ বাজারে মাছ ব্যবসায়ী চাঁদ মিয়া বিক্রি করতে নিয়ে আসেন ।বিক্রেতা গণমাধ্যমেকে বলেন, ১০-১৫ জন জেলে ২৯ অক্টোবর রাতে মাছটি যমুনা নদী থেকে জাল ফেলে ধরেন। বুধবার সকালে দেওয়ানগঞ্জ উপজেলার ফুটানি বাজার ঘাট থেকে তিনি কিনে নিয়ে এসেছেন। পরে মেলান্দহ বাজারের ব্যবসায়ী ও স্থানীয় ক্রেতাদের মধ্যে প্রতি কেজি ৭০০ টাকা দরে মাছটি কেটে বিক্রি করেন ।এসময় বৃহৎ আকারের এই মাছটি বাজারে তোলার পর সেটি দেখার জন্য শত শত উৎসুক জনতা ভিড় করেন। সম্প্রতি জামালপুরের দেওয়ানগঞ্জের সানন্দবাড়িতে নিকটবর্তী যমুনা নদীর তীরে ৪২ কেজি ওজনের বাঘা আইর মাছ ধরা পড়েছিল।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।