প্রিন্ট এর তারিখঃ জুলাই ৬, ২০২৫, ৩:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১১, ২০২১, ৮:২৫ অপরাহ্ণ
জামালপুরের মেষ্টায় এসপিকের উদ্যোগে চক্ষুশিবির অনুষ্ঠিত

আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম:
সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র,জামালপুর (এসপিকে) এর উদ্যোগে সদর উপজেলার মেষ্টায় ইউনিয়নের হাজিপুরের গোপালপুর এলাকায় এক চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছে। এই চক্ষুশিবির কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসপিকে কো-অরডিনেটর আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম, চিত্রলেখা মহিলা উন্নয়ন সমিতির প্রধান নির্বাহী রিক্তা বেগম, হৃদয় ইসলাম তুহিন, ব্যবস্থাপক এসপিকে, জাহিদুল ইসলাম, হিসাব রক্ষক ও ফিল্ড অফিসার, এসপিকে। বাংলাদেশ ডিজিটাল চক্ষু হসপিটাল,জামালপুর এর কারিগরী সহায়তায় স্বল্প খরচে ল্যান্স সংযোজনসহ ছানি অপসারণ করার জন্য রোগীদের সেবা প্রদান করা হয়। ত্রিশ টাকার বিনিময়ে রেজিস্ট্রেশন করে রোগীগণ চক্ষুশিবির চলাকালীন এই সেবা গ্রহণ করতে পারবেন। এই চক্ষুশিবির সারা বছরের চলমান প্রক্রিয়ার একটি অংশ। এছাড়াও এসপিকের উদ্যোগে শীঘ্রই চক্ষুশিবির ছাড়াও সাধারণ অন্যান্য রোগীদের সেবা প্রদানের লক্ষ্যে স্বল্পমূল্যে জামালপুর ও শেরপুর জেলায় প্রাথমিক চিকিৎসা কার্যক্রম পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube