জামালপুুুর প্রতিনিধিি :
জামালপুরের মেলান্দহ উপজেলায় বিকাশের বিক্রয় প্রতিনিধির কাছ থেকে ২১ লাখ ৫০ হাজার টাকা ছিনতাইয়ের নাটকের মূল হোতাসহ তিনজনকে আটক করেছে মেলান্দহ থানা পুলিশ।
আটকরা হলেন- বিকাশের বিক্রয় প্রতিনিধি শহরের ছনকান্দা এলাকার মহিউদ্দিনের ছেলে রিয়াজ মুর্শেদ আলম দীপু (৩০), শাহ আলমের ছেলে জসিম উদ্দিন (৩২) এবং একই এলাকার মীর হোসেন গেদার ছেলে সুমন আহাম্মেদ (২৮)।
এ ঘটনায় হাজরাবাড়ী এলাকার বিকাশ এজেন্ট শাহজাহান জানান, গতকাল রোববার দুপুরে জামালপুর থেকে হাজরাবাড়ী কোনা মালঞ্চ এলাকায় পৌঁছালে দুজন মুখোশধারী টাকা ছিনতাই করে বলে লোকমুখে শুনেছি। ঘটনাটি থানায় জানালে প্রকৃত ঘটনা প্রকাশ পায়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম খান জানান, বিকাশ কর্মচারী দীপুর কথায় সন্দেহ হয়। রাতেই দীপুকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সব তথ্য বেরিয়ে আসে।
সোমবার ভোরে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত অন্য দুজনকে নিজ বাড়ি ছনকান্দা থেকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী টাকাও উদ্ধার করা হয়। বিকাশের বিক্রয় প্রতিনিধি দীপুসহ গ্রেপ্তাররা ছিনতাই নাটক সাজিয়ে টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিলেন বলে জানান ওসি।
এ ব্যাপারে জামালপুর জেলার বিকাশ এজেন্টের সহকারী ম্যানেজার ইকতিয়াজ ইমরান বাদী হয়ে একটি মামলা দায়ের করে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।