আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম:
জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় হতদরিদ্র মানুষের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির দেড় টন চাল উদ্ধার হয়েছে।
বৃস্পতিবার ৯ এপ্রিল রাত প্রায় ৯টার দিকে মেলান্দহ উপজেলার চরবাণী পাকুড়িয়া ইউনিয়নের বেতমারী গ্রামে আব্দুল জব্বার নামে এক কালোবাজারির গোডাউনে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ চাল উদ্ধার করেছে।
হতদরিদ্রের জন্য ১০টাকা কেজি দরে বরাদ্দকৃত এ চাল কালোবাজারে বিক্রির উদ্দেশে গোদামে রাখা আছে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানান মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামীন।
এছাড়া তিনি আরো জানান, চাল উদ্ধার হলেও চোরাই কাজে জড়িত কাউকে গ্রেফতার করা যায় নি। টের পেয়ে ওই অসাধু বেপারি আগেই পালিয়ে যায়। চাল চোরাইয়ের সাথে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে খাদ্য বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।