আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম :
জামালপুরের মেলান্দহে অনলাইন ক্যাসিনো (জুয়া) খেলার সময় ৫ জুয়াড়িকে আটক করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে নগদ ৩ লাখ ৮০ হাজার ৫৭ টাকা, ১৩টি মোবাইল ও একটি কম্পিউটার জব্দ করা হয়।
বুধবার (২৩ অক্টোবর) বিকেলে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার পৌরসভার এলাকায় পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে রোমান, সোহান, মশিউর, মাহমুদুল হাসান মাসুদ ও ফরহাদকে আটক করা হয়।
র্যাব-১৪ জামালপুর কোম্পানি কমান্ডার তোফায়েল আহমেদ মিয়া রাতে সংবাদ মাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে মেলান্দহের বাজার এলাকায় একটি বিকাশের দোকানে ও জিন্নাহ মার্কেটে অভিযান চালানো হয়। এসময় বাজার এলাকায় বিকাশের দোকান থেকে তিনজন ও জিন্নাহ মার্কেটের ছাদে অবস্থিত কফি হাউজ থেকে আরো দুইজনকে আটক করা হয়। অভিযানে আটকদের নিকট থেকে নগদ ৩ লাখ ৮০ হাজার ৫৭ টাকা, ১৩টি মোবাইল ও একটি কম্পিউটার জব্দ করা হয়। আটককৃত ব্যক্তিরা দোকান পরিচালনার অন্তরালে অনলাইনে (জুয়া) ক্যাসিনো চালাতেন।
সূত্র জানায়, এর পেছনে প্রভাবশালী কেউ জড়িত রয়েছে কি না আটকদের জিজ্ঞাসাবাদের পর তা বিস্তারিত জানা যাবে বলে। তাছাড়া অতি দ্রুত তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে আদালতের সোপর্দ করা হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।