আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম:
জামালপুরের বকশিগঞ্জে একটি পরিত্যক্ত ঘর থেকে ৮৬০ কেজি চাল উদ্ধার করেছে র্যাব।
২০ এপ্রিল ২০২০ , সোমবার সন্ধ্যায় বকশিগঞ্জ নতুনবাজার এলাকায় খুররুম মিয়ার একটি পরিত্যক্ত ঘর থেকে এসব চাল উদ্ধার করা হয়।
জামালপুর র্যাব-১৪ এর ডিএডি আনোয়ার হোসেন জানান, স্থানীয়রা চালের মজুদ দেখে র্যাবকে খবর দেয়। পরে র্যাব অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করে।
তিনি আরও জানান, স্থানীয়দের বক্তব্য অনুযায়ী বাট্টাজোড় ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আকরাম হোসেন ফুটা মিয়ার সহয়তায় ডিলার আব্দুল মুন্নাফ ডাক্তারের কাছ থেকে চাল সংগ্রহ করে তা মজুদ করে রাখে আবুল কালাম আজাদ নামের এক চাল ব্যবসায়ী। এই চাল সরকারের খাদ্যবন্ধব কর্মসুচির বলেও জানা যায়।
চাল উদ্ধার করে তা বকশিগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তা।
বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।