এএসএম সা'-আদাত উল করীম:
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নে ৪ নভেম্বর রাতে ১ হাজার ৬০০টি ইয়াবা বড়িসহ মাহাবুর রহমান নামে (১৯) এক মাদক বিক্রেতাকে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ সানন্দবাড়ী বাজার থেকে গ্রেপ্তার করে। আজ ৫ নভেম্বর বৃহস্পতিবার তাকে জামালপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার মাদক বিক্রেতা কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার যাদুরচর গ্রামের ইসকেনদারের ছেলে।
জানা গেছে, গোপন সংবাদ পেয়ে ৪ নভেম্বর রাত নয়টার দিকে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক হাবিবুর রহমানের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানা একদল পুলিশ নিয়ে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী বাজারে মিস্টারের স-মিলের সামনে তল্লাশি চৌকি বসিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় রাজিবপুর থেকে আসা একটি সিএনজি থামিয়ে তল্লাশি করে ১ হাজার ৬০০টি ইয়াবা বড়িসহ যাত্রীবেশে থাকা মাদক কারবারি মাহবুব রহমানকে গ্রেপ্তার করা হয়।
সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান সংবাদ মাধ্যমকে বলেন, গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করে তাকে জামালপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।